শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে বিএনপি থেকে প্রায় শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
তজুমদ্দিনে বিএনপি থেকে প্রায় শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
লালমোহন বিডিনিউজ, সাদির হোসেন রাহিম :ভোলার তজুমদ্দিনে উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ২৮ই এপ্রিল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতা শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ১নং ওয়ার্ডের মেম্বার ছলিম পাটওয়ারী, বাবুল পাটওয়ারী , সফিক পাটওয়ারী, গিয়াস পাটওয়ারী, লিটু পাটওয়ারী সহ প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মী ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর উন্নয়ন কর্মকান্ডে মূগ্ধ হয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় নব্য আওয়ামীলীগে যোগদান কারী নেতা কর্মীরা সাংসদ শাওনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শম্ভুপুর ইউনিয়ন উঃ আওয়ামীলীগের সভাপতি মিন্টু হাওলাদার এর সভাপতিত্বে যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, ৭৫’র ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদেরকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নলালিত সোনার বাংলা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর আর্দশ অনুসারীরা বঙ্গবন্ধুর স্বপ্ন বিফলে যেতে দেয়নি। জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগনের মাঝে তুলে ধরে ও আগামী নির্বাচনে ধর্ম বর্ন নির্বিশেষে সকল শ্রেনির মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান এমপি শাওন।
এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চাদঁপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও শম্ভুপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আঃ রহমান, ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ রাসেল সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।