শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বেলায়েত পাটোয়ারীর মাধ্যমে প্রতারনা করে কোটি টাকার সম্পত্তি দলিল করে নেওয়ার চেষ্টা !
লালমোহনে বেলায়েত পাটোয়ারীর মাধ্যমে প্রতারনা করে কোটি টাকার সম্পত্তি দলিল করে নেওয়ার চেষ্টা !
লালমোহন বিডিনিউজ : লালমোহনে রেজিষ্ট্রিরী অফিসের দলিল লেখক(পাটোয়ারী) অফিসের পাটোয়ারীদের বেপোরোয়া কর্মকান্ডে দিশেহারা সাধারন জনগন। জমি দলিলের সরকারী ফি অগ্রায্য করে দাতা গ্রহীতার সাথে কন্ট্রকের মাধ্যমে চলছে অহরহ দলিল কর্মকান্ড।দলিল গ্রহীতাদের কাহরো কাছ থেকে ১২% থেকে১৫% হারে আবার কোথাও বহায় মূল্যের চেয়ে দলিল খরচ বেশি হচ্ছে। এবার বেলায়েত পাটোয়ারী মাত্র তিন লক্ষ টাকার ১ শতাংশ জমি রেজিষ্ট্রেরী পরিবর্তে ১.৭৮ শতাশ জমি সহ বাজারের ভিটার কোটি টাকার সম্পত্তি প্রতারনা করে দলিল করার অপচেষ্টা করে। অভিযোগ সুত্রে জানাযায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের মৃতঃ এলাহি বক্্র বেপরীর ছেলে মোঃ শামসুদ্দিন ওরফে মনা বেপারী তার আপন ভাতিজা মৃতঃ নুরইসলাম বেপারীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম(রাশেদ) ও মোঃ মাকসুদুল ইসলাম রাসেলের কাছে তাদের বসত বাড়ির মেহের গঞ্জ মৌজার এস এ ৫৬ খতিয়ানের ৩১৫,৩১৬দাগ এবং যার হাল দাগ ২৯৭০ থেকে ১শতক জমি বহায় মুল্য ৩ লক্ষ টাকা বিক্রি করা চুক্তি করে যা ২৭ এপ্রিল লালমোহন রেজিষ্টি অফিসে দলিল করার কথা ছিল। এদিকে বেলায়েত পাটোরীর সহ রাশেদ প্রতারনা করে দাতা মনা বেপারীর লালমোহন চৌরাস্তার মোড়ের জুয়েল এন্ড ব্রাদার্স সহ প্রায় কোটি টাকার সম্পত্তি যার এস এ খতিয়ান নং ৪৮৯ এবং দাগ নম্বর ১১২৮,১১৪১,১১৩১,১১৪৩ ও১১৪৪ ভুক্তের ১,৭৮ সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য প্রতারনান আশ্রয় নেয়। বেলায়েত পাটোয়ারী সহ রাশেদ গত বুধবার রাত ১১ টার সময় তার ছেলে সন্তানের আগাছোরে গোপনে দ্রত ছবি লাগাবে এমন অজুহাতে সাবরেজিষ্ট্রি অফিসের সামনে নিয়ে মনা বেপারীর ছবি করে এবং ভোটার আইডি কার্ড সহ সকল কাগজ পত্র নিয়ে নেয়। ধারনা করা হয় তারা দাতার সাথে প্রতারনা করে অফিসের লোকদের ম্যানেজ করে বাজারের ভিটা বাড়ী হাতিয়ে নেওয়ার কৌশল করে ছিল। গত বৃহস্পতিবার মনা বেপারীর বাজারের ভিটা বাড়ী দলিল হচ্ছে এমন সংবাদ পেয়ে তার ছেলে ইসমাইল ও সোহেল সাবরেজিষ্ট্রিরী অফিসে বেলায়েত পাটোয়ারীর কাছ থেকে প্রস্তুতকৃত দলিলের ফটোকপি উদ্বার করে এবং রেজিষ্ট্রিরী অফিসারকে তার এজলাসে উঠে দলিলটি গোপনে যাতে না করতে পারে তার ব্যাবস্থা নিতে অনরোধ করেন। দলিলের ২০ নম্বর ফর্দে বেলায়েত পাটোয়ারীর স্বাক্ষর ও তার সনদ পত্র নম্বর ২৩২/১৩ইং লেখা আছে। এদিকে এ সংবাদে শুনে মনা বেপারী সহ তার স্ত্রী সন্তানরা দলিলের মূল ষ্টাম্প উদ্বার করতে দিশেহারা হয়ে পড়ছে। এব্যাপারে বেলায়েত পাটোয়ারী বলেন, গ্রহীতার যে ভাবে বলেছে আমি সে ভাবে দলিল লেখেছি। আমার স্বাক্ষর থাকলেও বর্তমানে দলিল টি আমার কাছে নেই। কিভাবে আপনার স্বাক্ষরিত ও সম্পুর্ন প্রস্তুতকৃত দলিল গ্রহীতার কাছে গেলো ? এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেন নি।