বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে চাঁদাবাজী মামলায় ৭ আসামী খালাস
চরফ্যাসনে চাঁদাবাজী মামলায় ৭ আসামী খালাস
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে উপজেলা শশীভূষন থানায় ২০১৪ সালে আঃ মন্নান খাঁর দায়ের করা মামলায় খালাস পেয়েছে ৭আসামী।
বৃহম্পতিবার(২৭এপ্রিল) বিকাল ৪টায় চরফ্যাসন যুগ্ন জেলা জজ আদালতের বিচারক মো.মহিউদ্দিন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে মামলার ৭ জন আসামি উপস্থিত ছিলেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আলাউদ্দিন মৃধা, মো. বাসেদ মৃর্ধা, মো. মাকসুদ মৃর্ধা, মো.সাথী বেগম, মো. দলু খাঁ, মো.বাদসা খাঁ. মো.ওলিউল্লা শনি।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১০ফেব্রয়ারী আঃ মন্নান খাঁ বাদি হয়ে ৭জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
৭ জনের সাক্ষ্যহণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।