বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মাদক,জঙ্গি,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ৪০ হাজার ছাত্র-ছাত্রীর শপথ
চরফ্যাশনে মাদক,জঙ্গি,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ৪০ হাজার ছাত্র-ছাত্রীর শপথ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাশন উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৬ টি স্কুল ও ১৪ টি মাদ্রাসার প্রায় ৪০ হাজার শিক্ষার্থী একযোগে সন্ত্রাস, জঙ্গি, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে লাল কার্ড দেখিয়ে শপথ বাক্য পাঠ করেন। বুধবার(২৬এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.মনোয়ার হোসেন শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান। এর আগে লাল সবুজ সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলে’র সভাপতিত্বে চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.মনোয়ার হেসেন,বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন পৌর আ:লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্র, সভায় আরো বক্তব্য রাখেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মু. এনামূল হক, ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তানভীর আহম্মেদ,সহকারি প্রধান শিক্ষক তাসলিমা বেগম প্রমুখ। সভায় বক্তারা সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ