বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা’র দাবীতে কর্মবিরতি
বোরহানউদ্দিনে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা’র দাবীতে কর্মবিরতি
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বাংলাদেশ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবীর কর্মসূচীর অংশ হিসেবে বোরহানউদ্দিন পৌরসভার সামনে কর্মকর্তা ও কর্মচারীরা১ঘন্টা কর্মবিরতি পালন করেন। বোরহানউদ্দিন পৌরসভার ৬১ জন কর্মকর্তা ও কর্মচারী এই কর্মবিরতিতে অংশ গ্রহণ করেন। কর্মবিরতি শেষে বোরহানউদ্দিন পৌরসভা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ইউছুফ হোসেন বলেন জাতির জনক বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষনে বলেছেন, ২৮ তারিখে কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়ে আসবেন। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পার হলেও দেখা যাচ্ছে বাংলাদেশের কোন কোন পৌরসভায় ২৮ মাসেও সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা পাচ্ছে না। পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুস ছাত্তার বলেন, আমরা সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা পেনশনের দাবীতে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের কাছে স্মারকলিপি প্রদান করবো। আজকে আমাদের ১ ঘন্টা কর্মবিরতি সফল হয়েছে। প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচী ঘোষণা করবো বলে তিনি জানান।