বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৫জন আহত
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৫জন আহত
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৪শিশুসহ ৫জন আহত হয়েছে। মঙ্গলবার জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ ও চরমাদ্রাজ ইউনিয়নের চরনাজিমুদ্দিন গ্রামের এঘটনা ঘটে।
আহতরা হলেন- জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের ওমর আলী রানারের ছেলে নুর হাফেজ (৪২), কামালের ছেলে ঈমাম হোসেন(১১) এবং মাদ্রাজ ইউনিয়নের চরনাজিমুদ্দিন গ্রামের জসিমের মেয়ে সুরমা (১০), আক্তারের মেয়ে মিম (৮) ও কামালের মেয়ে রিপা (১৪)।
আহতদের চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।
স্থানীয়রা জানান, সকালে একটি বেওয়ারিশ কুকুর জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ ও চরমাদ্রাজ ইউনিয়নের চরনাজিমুদ্দিন গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে ৪শিশুসহ ৫জনকে এলোপাথারি কামড়িয়ে আহত করে।
এদিকে কুকুরের কামড়ে ৫ব্যাক্তি আহতের খবরে পুরো এলাকায় আতংক বিরাজ করছে।