শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » সন্ধা হলেই শশীভূষন মাঃ/বিদ্যালয়ের চত্বরে বসে মাদকের আসর
সন্ধা হলেই শশীভূষন মাঃ/বিদ্যালয়ের চত্বরে বসে মাদকের আসর
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : সন্ধা হলেই শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে বসে গাঁজা,মদ ও ইয়াবার আসর। চলে গভীর রাত পর্যন্ত।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ও বহিরাগত একদল যুবক ও কিশোর প্রতিদিন সন্ধ্যায় কিছু প্রশাসনের অসাধু সদস্যদের যোগসাজোসে জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে এই আসর। স্থানীয়রা আরো অভিযোগ করেন এসব যুবক ও কিশোররা ৩/৪ ভাগে ভাগ হয়ে কেউ বিদ্যালয়ের চত্বরে বা ছাদে, কেউরা বারান্দায় আবার কেউবা বিদ্যালয়ের সিড়ির নিচে দল বদ্ধ ভাবে বসে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু প্রত্যক্ষ দর্শীরা জানায় সন্ধার পর বাসা-বাড়ি যাওয়া যায় না গাজাঁর দুর্গন্ধে।
শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন জানান, প্রতিদিন সন্ধার পর স্থানীয় ও বহিরাগত কিছু যুবক বিদ্যালয়ের মাঠে,ছাদে এবং বারান্দায় বসে দলবদ্ধ হয়ে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে থাকে। এমনকি দিনের বেলা জুয়া খেলে ছদে বসে।নেই প্রশাসনের নজরদারী নেই কোন অভিযান।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাসার বলেন, গাঁজা, মদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান।