শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিক্ষা | সর্বশেষ » সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো সাগর
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো সাগর
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন চরফ্যাসন :সবাইকে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলো মেধাবী স্কুল ছাত্র সাগর(১২)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার ১৯ এপ্রিল ঢাকা নেওয়ার পথে জাহিদ-৮ লঞ্চে রাত ৩টার দিকে শেষ নি:শ্বাসত্যাগ করে(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
সে চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর ইউনিয়নের এওয়াজপুর গ্রামের মো. হাবীব উল্লার ছেলে এবং স্থানীয় ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিলেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছাঁয়া মেনে এসেছে।
একমাত্র ছেলের অকাল মৃত্যুতে মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন। তারা ছেলের এই মৃত্যুক কিছুতেই মেনে নিতে পারছেন না। বৃহস্পতিবার(২০এপ্রিল) মাগরিববাদ সাগরের নিজ বিদ্যালয়ের মাঠে তার যানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সাগর শশীভূষন থানার এওয়াজপুর ইউনিয়নের ২নং সরকারী প্রাথমিক বিদ্যায়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মরণ ব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। বুধবার রাতে ঢাকার (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।