বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ধানের শীষ এজেন্টকে পিটিয়ে জখম
মনপুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ধানের শীষ এজেন্টকে পিটিয়ে জখম
লালমোহন বিডিনিউজ, মনপুরা (ভোলা) প্রতিনিধি :ভোলার মনপুরায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংতায় ধানের শীষ প্রতীকের এজেন্ট মোঃ নসুকে (৩৫) বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে জখম করেছে নৌকার সমর্থকরা। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুলাগাজীর তালুক এলাকায় এই ঘটনা ঘটে। আহত নসুকে স্থানীয় রেপনের দোকান সংলগ্ন রাস্তায় ৫/৬ জন মিলে বেদম পিটিয়ে ফেলে রেখে যায়। এসময় তার স্ত্রী বাঁধা দিতে এলে তাকেও মারধর করে নৌকা প্রতীকের সমর্থকরা। পরে গুরুতর আহত হওয়ায় স্থানীরা নসুকে উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে আহত নসু হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রবিবার অনুষ্ঠিত উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো: নসু ৫ নং ওয়ার্ড কাউয়ার টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্ট ছিলেন। তারই জের ধরে মঙ্গবার বেলা ১১ টায় ৫/৬ জনের একদল নৌকার সমর্থক লাঠি সোটা নিয়ে নসুর বাড়িতে আসে। নসুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং বাড়ি থেকে বের করে আনতে চেষ্টা করে। এসময় স্থানীয়রা জড়ো হলে তারা চলে যায়।
পরে দুপুর ২ টায় নৌকার সমর্থকরা ফের এসে নসুকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে পিটিয়ে জখম করে স্থানীয় রেপনের দোকানের পাশে ফেলে রেখে যায়। এসময় তার স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করে।