
বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে আসবাসপত্র চুরি
শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে আসবাসপত্র চুরি
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি:চরফ্যাশন উপজেলার শশীভূষন থানা সদরে অবস্থিত শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ও বিজ্ঞানাগারের দরজার তালা ভেঙ্গে স্কুলের মূল্যবান আসবাসপত্র চুরি হয়েছে। মঙ্গলবার রাতে এ চুরি সংঘঠিত হয়।
শশীভুষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন জানান, বিদ্যালয়ের অফিস কক্ষের ও বিজ্ঞানাগারের দরজার তালা ভেঙ্গে কেবিনেটের কাগজপত্র তছনছ করে এবং আলমারির তালা ভেঙ্গে আনুমানিক ২০ হাজার টাকা ও ছাত্র,ছাত্রীদের বিভিন্ন সালের সার্টিফিকেট নিয়ে যায়।
রাতেই সংবাদ পেয়ে শশীভুষন থানার ওসি( তদন্ত) মো. আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাসার ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, চুরি হওয়া আসবাসপত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে