
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মার্চ মাসের বেষ্ট অফ ওসি প্রথম অসীম, দ্বিতীয় খায়রুল তৃতীয় শাহিন
ভোলায় মার্চ মাসের বেষ্ট অফ ওসি প্রথম অসীম, দ্বিতীয় খায়রুল তৃতীয় শাহিন
লালমোহন বিডিনিউজ ,জুয়েল সাহা : ভোলা জেলা পুলিশের মাসিক কর্মবিবেচনায় বেষ্ট অফ ওসি প্রথম হয়েছে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার, দ্বিতীয় হয়েছেন ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ও তৃতীয় হয়েছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম শাহিন মন্ডল। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোলায় পুলিশ সমাবেশে এ পুরস্কার ও সনদ তার হাতে তুলে দেন ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। এছাড়াও এ সমাবেশে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে অবদান রাখার জন্য ৩১ জনকে পুরস্কার দেয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানযায়, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার গত মার্চ মাসে ওয়ারেন্ট ভূক্ত ৪৬৪ জন আসামী, মাদকের ৮ টি মামলায় ৯ জনকে গ্রেফতার, প্রতারণা মূলক ও জিনের বাদশা ১৫ জনকে গ্রেফতার, নিয়োমিত মামলায় ২১ জনকে গ্রেফতার, মোবাইল কোর্টে ২১ জনের সাজা হওয়ায় তিনি বেষ্ট ওয়ান ওসি পুরস্কার অর্জন করেন। ভোলার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির গত মার্চ মাসে ওয়ারেন্ট ভূক্ত ৩১৫ জন আসামী, মাদকের ১৫ টি মামলায় ১৫ জনকে গ্রেফতার, নিয়োমিত মামলায় ২৮ জনকে গ্রেফতার, মোবাইল কোর্টে ৩২ জনের সাজা হওয়ায় তিনি বেষ্ট অফ ওসি দ্বিতীয় পুরস্কার অর্জন করেন। এবং গত মার্চ মাসে ওয়ারেন্ট ভূক্ত ১ শতাধিক জন আসামী, মাদকের ৫ টি মামলায় ১১ জনকে গ্রেফতার, নিয়োমিত মামলায় ৭ জনকে গ্রেফতার, মোবাইল কোর্টে ৫ জনের সাজা হওয়ায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম শাহিন মন্ডল বেষ্ট অফ ওসি তৃতীয় পুরস্কার অর্জন করেন।