রবিবার, ৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দশ মাসের শিশুর মৃত্যু নিয়ে ধ্রমজাল !
লালমোহনে দশ মাসের শিশুর মৃত্যু নিয়ে ধ্রমজাল !
লালমোহন বিডিনিউজ : লালমোহনে দশ মাসের শিশুর মৃত্যু নিয়ে ধ্রমজাল সৃষ্টি হয়েছে। হত্যা না পনিতে পরে মৃত্যু তা নিয়ে এলাকায় বিভিন্ন মুখী আলোচনা চলছে। গত ৮মার্চ শনিবার দিবাগত রাত ৭ টার দিকে কালমা ইউনিয়নের ৮ নং চরলক্ষী গ্রামের কাইমুদ্দিন চৌকিদার বাড়িতে জাকির চৌকিদারের ঘর থেকে তার মেয়ে নাজমার ১০ মাসের বাচ্চা সোমাইয়া নিখোঁজ হয়। আশপাশের লোকজন সহ অনেক খোজাখুজির পর রাত আটটার দিকে তাকে প্রায় ১শত ফুট দুরত্বে পিছনের পুকরে মৃত অবস্থায় পাওয়া যায়। সরোজমিনে গিয়ে জানাযায়, সন্ধার পর সোমাইয়ার মা নাজমা তাকে ঘরের মধ্যের বিছানায় ঘুম পড়িয়ে তাদের উঠানে সবাইকে নিয়ে কাজ করছিল।ঘরের মধ্যে শিশুটি একা ঘুমিয়ে থাকা অবস্থায় রাতের অন্ধকারে এত দুর গিয়ে পুকুরে পানিতে পরা অনেকটা অসম্ভব ছিল। এছাড়াও শিশুটি হাটঁতে বা আপুর দিতেও জানতো না। এদিকে রাতেই লালমোহন থানা পুলিশের ওসি তদন্ত হাবিবুর রহমান ও সেকেন্ড অফিসার এস আই রেজাউল সহ পুলিশ ঘটনাা স্থলে গিয়ে প্রাথমিক তদন্তের কাজ শেষে করেছে। এব্যাপারে ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, মৃত শিশুর শরীরে কোন আগাত দেখা যায়নি। অন্যদিকে সোমাইয়ার বাবা বদরপুর ৫ নং ওয়ার্ডের মধু মৃর্ধা বাড়ির আমানউল্ল্যাহ মৃর্ধা ঘটনার সময় রাজশাহীতে তার কর্মস্থলে ছিল। খবর পেয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে সোমইয়ার ফুফু সেতারা বলেন তাদের পরিবারের সাথে তার ভাবী নাজমাদের পরিবারের বিরোধ ছিল তবে তার ভাতিজির মৃত্যুর ব্যাপারে সোমাইয়াদের নানার পরিবারের কাউকে সরাসরি দায়ি করেন না বলে প্রতিবেদক কে জানিয়েছেন। অন্যদিকে শিশুর নানাদের পরিবারের সাথে একই বাড়ির নুর ইসলাম চৌকিদার গংদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল যার জেরধরে কিছুদিন পূর্বে সোমাইয়ার মামার ঘরে আগুন দেওয়া হয়েছিল।এদিকে ফুটফুটে শিশু সোমাইয়ার মৃত্যু নিয়ে বিভিন্ন মুখী আালোচনা শুনা যাচ্ছে। মৃত্যুর মুলকারন দ্রত উৎঘাটন হবে এমটাই কামনা করছে অভিবাবক সহ এলাকাবাসি। এব্যাপারে লালমোহন থানার ওসি হুমায়ন কবির বলেন শিশুর অভিবাকদের পক্ষ খেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দিলে আমরা তদন্ত করে দেখবো।