ভোলায় ৪ জেলের কারাদন্ড
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় চার জেলেকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর জেলেদের থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, ইকবাল হোসেন (৩২), হাসনাইন (৩২), কালু (৪০), ও আমির (২৫)। সাজাপ্রাপ্ত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার ইলিশা ও ধনিয়া ইউনিয়নে। ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছিল ওই জেলেরা । গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগের একটি দল মেঘনায় অভিযান চালিয়ে ইলিশা ও তুলাতলী পয়েন্ট থেকে চার হাজার মিটার কারেন্ট জালসহ চার জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও জব্দকৃত জাল তুলাতলী ঘাটে পুড়িয়ে ফেলা হয়েছে।