বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ক্ষমতা জোয়ার ভাটার মত চিরস্থাই নয়-এমপি মুকুল
ক্ষমতা জোয়ার ভাটার মত চিরস্থাই নয়-এমপি মুকুল
লালমোহন বিডিনিউজ,জুয়েল সাহা, বোরহানউদ্দিন থেকে ফিরে : ভোলা -২ (বোরহানউদ্দিন-দৌলতখান ) আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেছে, ক্ষমতা জোয়ার ভাটার মত চিরস্থাই নয়। আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে নিজের মা-বাবার মত শ্রদ্ধা করি। তাদের সকল দুঃখ কষ্টে সব সময় পাসে থাকার চেষ্টা করি। বোরহানউদ্দিন দৌলতখান এলাকার নদী ভাঙন রোধে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। আমার কাছে কোন রাজনীতি ভেদাভেদ নাই। কিন্তু বিএনপির আমলে আ’লীগের নেতাকর্মীদের মেরে বিএনপি’র ক্যাডারদের টিআর কাবিখা গিফট দিত। বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম আমার মাথার জন্য ১ কোটি টাকা ঘোষনা দিয়েছিল । ২০০১ থেকে ২০০৬ সালে বোরহানউদ্দিন-দৌলতখানে তিনি ব্যাপক তান্ডব চালিয়েছে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে। তিনি বুধবার বোরহানউদ্দিন পৌরসভা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। বোরহানউদ্দিন পৌরসভা সংলগ্ন বালুর মাঠে পৌরসভার উন্নয়নে বিভিন্ন প্রকল্পে অন্তভূক্ত করায় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুলকে সংর্বধনা সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আঃ মান্নান । সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পৌর মেয়র ও আ’লীগ সম্পাদক রফিকুল ইসলাম, এছাড়া বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, আ’লীগ নেতা জাফর উল্লাহ চৌধুরী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জসিম উদ্দিন,প্যানেল মেয়র ম কাউন্সিলর বিশ্বজিৎ দে (হারু হাওলাদার), ইউসুফ কমিশনার প্রমূখ। বক্তব্যের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সাংসদ স্বর্নের চাবি উপহার দেওয়া হয়। এর আগে সংসদ সদস্য পৌরসভার ব্রিজ ও রাস্তা সহ ৬টি প্রকল্প উদ্বোধন করেন।