সোমবার, ২৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত
বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিনে স্মরণকালের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদীতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের জনতা পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮ টায় জনাকীর্ণ বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, বিএনসিসি সহ ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভোলা- আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপর ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। কুচকাৗয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী সেরা ৩ টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। কুচকাওয়াজে আব্দুল জব্বার কলেজ প্রথম, দারুস সুন্নাত মডেল মাদরাসা দ্বিতীয় ও বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে ডিসপ্লে প্রদর্শনে ৪০ নাম্বার পদ্মা মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, দারুস সুন্নাত মডেল মাদরাসা দ্বিতীয় ও বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। একই স্থানে সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আ: কুদদ্ দূসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, ভোলা-২ ( বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার(সার্কেল) মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ প্রমুখ। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।