বুধবার, ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মৎস্য বিভাগের অভিযানে ঝাটকা সহ ৪০০ কেজি নদীর মাছ উদ্ধার
বোরহানউদ্দিনে মৎস্য বিভাগের অভিযানে ঝাটকা সহ ৪০০ কেজি নদীর মাছ উদ্ধার
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলা মৎস্য বিভাগের অভিযানে ঝাটকা সহ ৪০০ কেজি নদীর মাছ উদ্ধার করেন। সোমবার বিকাল ৪.০০ ঘটিকার সময় মৎস্য বিভাগের মোঃ মনির স্থানীয় লোকের সহায়তায় বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট সংলগ্ন মেইন সড়ক থেকে হাকিমউদ্দিন মির্জাকালু মাছ ঘাট থেকে আশা একটি কাভার ভেন থেকে ঝাটকা সহ ৪০০ কেজি মেঘনা নদীর মাছ উদ্ধার করে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসেন। এই সময় মাছের সাথে থাকা ২ জন মোকামীকে আটক করেন। উদ্ধার কৃত ঝাটকা সহ ৪০০ কেজি নদীর মাছ নির্বাহী অফিসারের নির্দেশে বিভিন্ন এতিম খানায় ও গরিবদের মাঝে বিলি করে দেয়। আটক কৃত দুই জনকে মোবাইল কোটের মাধ্যমে অর্থ দন্ডে দন্ডিত করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মেঃ আব্দুল কুদ্দুস ।