বুধবার, ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » এবার দালালের খপ্পরে বোরহানউদ্দিন সেটেলমেন্ট অফিস ॥ সর্বশান্ত হচ্ছে সাধারন জমির মালিকরা………।
এবার দালালের খপ্পরে বোরহানউদ্দিন সেটেলমেন্ট অফিস ॥ সর্বশান্ত হচ্ছে সাধারন জমির মালিকরা………।
লালমোহন বিডিনিউজ,এইচ এম এরশাদ বোরহানউদ্দিন : এবার দালালের খপ্পরে ভোলার বোরহানউদ্দিনের সেটেলমেন্ট অফিস। সর্বশান্ত হচ্ছে গ্রামগঞ্জ থেকে আসা অসহায় সাধারন জমির মালিকরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অফিস ও এর চারপাশে আস্তানা গেড়েছে চিহ্নিত একটি দালাল চক্র। ইতিপূর্বে কয়েকবার এ দালাল চক্রকে স্থানীয় এমপি’র নিদের্শে থানা পুলিশ অটক করেন। জামিনে বেড়িয়ে এসে পূর্বে পেশায় বহায় তবিয়তে অফিসে দালালি করতে দেখা গেছে তাদেরকে। বুধবার অফিস বেলা ১২টা দিকে অফিস চলাকালীন সময়ে দেখা যায়, নওয়াব আলী নামক এক চিহ্নিত দালাল সহকারী সেটেলমেন্ট অফিসারের সামনে অন্য এক জমির মালিকের কাগজপত্র নিয়ে তদারকি করছে। তিনি আবশ্য দাবী করেন,তার নিজের কাজ করছেন। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তিনি বাধা দেন। এব্যাপারে প্রশাসনের নিরবতা জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার কাচিয়া ইউপি’র কাচিয়া, ফুল কাচিয়া, দেউলা ইউপি’র ছোটপাতা, বড়পাতা, কুতুবা ইউপি’র ছোটমানিকা মৌজার ৩০ ধারার আপীল শুনানী চলছে। সূত্র জানায়, আপীল শুনানীতে দালাল চক্র প্রভাব খাটিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে একজনের জমির পর্চা অন্য জনের নামে রেকর্ড করে দেওয়ার জন্য একপক্ষ জমির মালিকের সাথে চুক্তি করেন। এতে করে ভোগান্তিতে পরছে গ্রামগঞ্জ থেকে আসা অসহায় জমির মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক সেটেলমেন্ট অফিসের এক কর্মচারী জানায়, এ দালাল চক্রের কারনে অফিসের সঠিক কাজকর্মে নানা রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে তাদের কথামত কাজ না করলে হুমকির সম্ম্যুখিন হতে হয় আমাদের। অফিস সংলগ্ন বোরহানউ্িদন পৌরসভার ৭নং ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির জানায়, এ চিহ্নিত দালাল চক্র ভোলা-২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুলের নিদের্শে কয়েক বার থানা পুলিশের হাতে আটক হয়। প্রতিদিন একাধিক প্রতারনার স্বীকার লোকজন তার কাছে এসে দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ জানায়। উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ সিরাজুল ইসলাম জানান, তিনি অচিরেই এ দালাল চক্রের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় থানা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুছ জানান, তিনি ইতিপূর্বে কয়েকবার দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। কোন ভূক্তভোগীর অভিযোগ পেলে মোবাইল কোর্টের মাধ্যমে দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।