ভোলায় গাজা ও ইয়াবাসহ যুবক আটক
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা সদরে সাড়ে ৪’শ গ্রাম গাজা ও এক পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক (৩০) নামে এক মাদক ব্যবাসয়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা বাস টার্মিনাল সংলগ্ন পৌরসভা গেইট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগত ১৮ হাজার উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ফারুক সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো: আলীর ছেলে।এ তথ্য নিশ্চিটত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খারুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে ফারুককে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।