মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরন
ভোলায় কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরন
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা : ভোলায় প্রথম পর্যায়ে ৩৮ জন কৃষকের মধ্যে এ কার্ড (কৃষি কার্ড) বিতরন করা হয়েছে। মঙ্গলবার গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এ কার্ড বিতরন করেন। ইউএস এ আইডির কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা, ব্যাংক এশিয়া ও আহছানিয়া মিশন ঢাকা এ প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামীন জন উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংক ডিভিশনের , জেলা ব্যাবস্থাপক আঃ আল ফারুক চৌধুরী, ঢাকা আহছানিয়া মিশনের কৃষি ও বিপনন কর্মকর্তা ইমাদ মোস্তফা প্রমূখ। কৃষি কার্ড দিয়ে কৃষকরা সরলসুদে কৃষি পন্য ক্রয় করতে পারবে বলে আয়োজকরা জানায়।