মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন
ভোলায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ আট দফা দাবিতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার সংরণ কমিটি ভোলা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর পরিবারের সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার সংরক্ষণ কমিটি জেলা সভাপতি চন্দ্র মোহন ছিডুর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক স্বপন চন্দ্র দে । এ সময় তিনি বলেন, অবহেলিত মানুষ সমাজেরই একটি অংশ। সমাজের কোনো অংশকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ উন্নয়ন কখনও চিন্তা করা যায় না। তাঁরা দ্রুত দলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান ।