মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা খাল দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
ভোলা খাল দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা : ভোলার প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহি ভোলা খাল’ দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্যোগের কথা জানিয়ে এ ব্যাপারে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, ভোলা খালের দুই পারে বহু দখলদার বিভিন্ন স্থাপনা তৈরি করে অবৈধভাবে দখল করে রেখেছেন। ভোলা খালটি দখলমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। তাই জেলা প্রশাসন ভোলা খাল রক্ষার জন্য খালের দুই পার অবৈধ স্থাপনা অপসরণের মাধ্যমে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর জন্য গত দুই মাস ধরে প্রস্তুতি হিসেবে সার্ভে করা হয়েছে। প্রাথমিকভাবে খালের দুই পারে ১৫২ জন দখলদারকে চিহিৃত করে তাদেরকে ২২ মার্চের মধ্যে নিজ নিজ উদ্যোগে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৩ মার্চ থেকে প্রশাসন সব দখলদারকে উচ্ছেদ করে ভোলা খাল দখলমুক্ত করবে। সভায় ভোলা পৌরসভার নির্বাহি প্রকৌশলী জসিম উদ্দিন আরজু বলেন, পৌরসভা থেকে ভোলা খালকে উন্নয়ন ও এর সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা নেওয়া হয়েছে। খালের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষে ভোলা খাল খনন ছাড়াও খালপারে ৪ মিটার চওড়া সড়ক নির্মান, সড়ক বাতি, ২ মিটার গভীরে গাইড ওয়াল নির্মান, ড্রেন নির্মান করার পরিকল্পনা রয়েছে। এর জন্য ইতিমধ্যে জলবায়ু ট্রাস্টের আওতায় ৫ কোটি টাকা বরাদ্দও এসেছে। তিনি আরো বলেন, বুধবার থেকে ভোলা পৌরসভা কর্তৃক নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারনের কাজও শুরু করবে। এ সময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, আবু তাহের, মোবাশ্বির উল্যাহ চৌধুরী, আলহাজ্ব মোঃ শওকাত হোসেন, শিমুল চৌধুরীসহ প্রমূখ।