
সোমবার, ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন যুবক আটক
ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন যুবক আটক
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা : ভোলার বোরহানউদ্দিনে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে অর্থদন্ডে দন্ডিত করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আঃ কুদ্দুস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আঃ কুদ্দুস জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মিথুন মল্লিক, মাহমুদুল হাসান ও শফিকুল ইসলাম নামের তিন যুবককে আটক করে থানায় সোপর্দ করেন। আটককৃত তিন যুবকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে দন্ডিত করা হয় বলে জানান ইউএনও মোঃ আঃ কুদ্দুস।