সোমবার, ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে দুই জিনের বাদশা আটক
বোরহানউদ্দিনে দুই জিনের বাদশা আটক
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি :ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে মোঃ নুরন্নবী (৩০) ও রাকীব (২৯) নামে দুই জিনের বাদশা নামে প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃত নুরন্নবী বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলকাচিয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে ও রাকীব একই এলাকার আনোয়ার দফাদরের ছেলে। শনিবার গভির রাতে ওই এলাকার তারের পাস্ববর্তী বাড়ি থেকে আটক করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার তথ্যটি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিভিন্ন সাপ্তাহিক, মাসিক, ম্যাগাজিং ও বেসরকারি টেলিভিশনে ভূয়া বিজ্ঞাপন দিয়ে জিনের বাদশা সেজে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটককৃতদের রবিবার আদালতে পাঠানো হয়েছে।