রবিবার, ১৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের বখাটেদের হামলা, বিচারের দাবীতে বিক্ষোভ
চরফ্যাসনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের বখাটেদের হামলা, বিচারের দাবীতে বিক্ষোভ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক ইমরুল সাহেদ হাসান ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
এঘটনায় শনিবার(১৮মার্চ) সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথ সভা করেন। এই সময় আহাম্মদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমীন, সহকারী শিক্ষক আঃ গণি, আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। তারা শিক্ষকের উপর বখাটেদের হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং বখাটেদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় আহম্মদপুর স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রী কঠোর আন্দোলনের হুমকী প্রদান করেন।
অধ্যক্ষ রুহুল আমীন জানান, জাকির হোসেন নামক জনৈক বখাটে স্কুল ছাত্রীকে প্রায় ইভটিজিং করত। সহকারী শিক্ষক ইমরুল সাহেদ হাসান বাঁধা প্রদান করেন। ক্ষিপ্ত হয়ে শুক্রবারে স্কুল কক্ষে বহিরাগত কলেজ ছাত্র জাকির হোসেন ও স্থানীয় ছাত্র আল আমীন হৃদয় ও রাসেলেসহ ১২/১৩ জনের এক গ্রুপ শিক্ষক সাহেদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা লাগবে বলে পরিবার সূত্রে জানা গেছে।