শনিবার, ১৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মনপুরায় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লালমোহন বিডিনিউজ ,মনপুরা(ভোলা) প্রতিনিধি : র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভোলার মনপুরায় দৈনিক ভোরের ডাক প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার হাজীর হাট বাজারে র্যালী শেষে মনপুরা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা প্রেসক্লাব সভাপতি ও হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলাল, দৈনিক মতবাদ প্রতিনিধি মো: শহীদুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এস. ডি. দূর্জয়, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, দৈনিক খবরপত্র প্রতনিধি আল মামুন, দৈনকি ভোরের অঙ্গিকার প্রতিনিধি মাহবুবুর রহমান, বরিশাল প্রতিদিন প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক মনপুরা উপজেলা প্রতিনিধি রাজীব চন্দ্র দে।