বুধবার, ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মাদক নিয়ন্ত্রনে পুলিশ জিরো টলারেন্স
ভোলায় মাদক নিয়ন্ত্রনে পুলিশ জিরো টলারেন্স
লালমোহন বিডিনিউজ, জুয়েল সাহা ভোলা : ভোলায় মাদক ও সকল প্রকার অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্সে থাকবে বলে হুসিয়ারি দিয়েছেন ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। এসময় তিনি অতিশিগ্রই ভোলাকে মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষনা দেয়ার কথা জানান। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেড মিলনায়াতনে মাসিক পুলিশ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি আরও জানান, ভোলাকে মাদকমুক্ত করতে জেলার প্রতিটি ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করা হবে। কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকা প্রমান পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার ঘোষনাও দেন তিনি। সাথে সাথে জঙ্গিবাদসহ জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে সকল পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও সতর্কতার সাথে পালনের নির্দেশ দেন। সভায় পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন এর সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, এএসপি মাহামুদ প্রমুখ । পরে পুলিশ সুপার জেলার বিভিন্ন থানায় লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার, ওয়ারেন্টভুক্ত আসামী আটক, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, জ্বীন প্রতারক আটক ইত্যাদি সংক্রান্ত কাজের উপর ভিত্তি করে জেলায় কর্মরত ৩০ জন পুলিশকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। সভায় ভোলা জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।