বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এস এসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা
লালমোহনে এস এসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু : লালমোহনে আজ থেকে এস এসসি ও দাখিল পরীক্ষার জন্য ৭ টি কেন্দ্রেকে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদেও প্রবেশ ঠেকাতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবারই প্রথম এস এস সি ও দাখিল পরীক্ষায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে গত বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হলেও পরীক্ষা হলের কক্ষ সমুহের মধ্যে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। পরীক্ষায় নিজ বিদ্যালয়ের ছাএ ছাএীদের সহযোগিতা করার জন্য ঐ বিদ্যালয়ের শিক্ষকদের পাশের রুমে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছিল। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ব্যাপক কড়াকড়ির কথা বললেও পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানাযায় প্রত্যেক হলেই শিক্ষকরা নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর ছাএ ছাএীদের বলে দিয়েছে। এছাড়াও এবারেরর পরীক্ষায় অনিয়ম করতে কোচিং সেন্টার, প্রাইভেট, একাডেমির শিক্ষক সহ কিছু অসাধু শিক্ষকদের দৌরাত্বেও আশংকা রয়েছে। তবে এবারে বিগত বছরের তুলনায় পরীক্ষা কঠিন হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে। উপজেলায় এসএসসি কেন্দ্রে হল, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এছাড়াও ধালীগৌরনগর মাধ্যমিক বিদ্যালযে ভেন্যু হিসেবে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে লালমোহন কামিল মাদ্রাসা, গজাারিয়া ফাজিল মাদ্রসা কেন্দ্রে। ভোকেশনাল পরীক্ষা ১ টি কেন্দ্রে ও ১ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফ বলেন, প্রশাসনের পক্ষ্য থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সকল অনিয়ম ঠেকাতে কেন্দ্রের লাইব্রেরী রুম সহ পরীক্ষার কক্ষ সমুহও নজরদারির মধ্যে থাকবে।