সোমবার, ১১ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের মাদক সম্রাট গাজা জামাল পুলিশের কব্জায়
লালমোহনের মাদক সম্রাট গাজা জামাল পুলিশের কব্জায়
লালমোহন বিডি নিউজ ডেস্ক: লালমোহনের বহুল আলোচিত মাদক স¤্রাট গাজা জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধার পর উপজেলার কালমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গুদিরপোল নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন লালমোহন থানার ওসি আকতারুজ্জামান। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। এদিকে গাজা জামালকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তির নি:শ্বাস ফেলেছে এলাকাবাসি।
পুলিশ জানায়, গাজা জামাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্ততারি পরোয়ারা রয়েছে। সোমবার সন্ধার পর লালমোহন থানার ওসি আকতারুজ্জামানের নেতৃত্বে এ এস আই আবুল বাশারসহ সঙ্গীয় পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ আরো জানায়, গাজা জামার দীর্ঘ দিন ধরে কালমা ইউনিয়নের গুদিরপোল এলাকা থেকে মাদক ব্যবসা করে আসছে। ওই এলাকা থেকে সে পুরো জেলায় এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতো। ইয়াবা, গাজা, হেরোইন, ফেন্সিডিলসহ এমন কোন মাদক নেই যা সে বিক্রি করছে না। এর পূর্বেও সে মাদক ব্যবসার অভিযোগে একাদিকবার গ্রেপ্তার হয়েছে। এমনকি তার স্ত্রীও এ ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গাজা জামাল জিআর ৮০/১৩ নামে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। ওয়ারেন্টের আসামী হয়ে সে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এলাকাবাসি জানায়, গাজা জামালের একাধিক গ্রুপ রয়েছে যারা তাকে মাদক ব্যবসায় সহযোগীতা করে। গ্রুপের সহযোগীতায় গাজা জামাল জেলাসদর সহ লালমোহন চরফ্যাশন তজুমুদ্দিন, মনপুরা, বোরহানউদ্দিন, দৌলতখান, দক্ষিন আইচা, লেতরাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক পাইকারী ও খুচরো বিক্রি করে। এলাকাবাসি ভয়ে তার এ ব্যবসার প্রতিবকাদ করার সাহস পায়নি। গুদিরপোল এলাকায় সে মাদক সেবনের একাধিক স্পট গড়ে তুলেছে। মাদক ব্যবসার মাধ্যমে ইতোমধ্যে সে লাখ লাখ টাকার মালিক হয়েছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতে গাজা জামাল নিজেকে ক্ষমতাসীন দলের একজন কর্মি বলেও পরিচয় দিতো।