বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে টাটা ব্রিকসকে একলক্ষ টাকা জড়িমানা
চরফ্যাসনে টাটা ব্রিকসকে একলক্ষ টাকা জড়িমানা
লালমোহন বিডিনিউজ:লাইসেন্সবিহীন ও অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকায় টাটা ব্রিকস নামে একটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটার চিমনিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করা মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রট ও এনডিসি আব্দুল মান্নান এ জরিমানা করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে টাটা ব্রিকস নামে ইটভাটাটি লাইসেন্সবিহীন ও অবৈধভাবে কাঠ দিয়ে ইট পুড়িয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটার মালিককে পাওয়া যায়নি। তবে ম্যানেজার নুরে আলম জরিমানা দিয়ে মুক্ত হন।