শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » বাথরুমে আটকে রেখে স্কুল শিক্ষিকাকে কুপ্রস্তাব!
বাথরুমে আটকে রেখে স্কুল শিক্ষিকাকে কুপ্রস্তাব!
ভারতের দিল্লিতে স্কুলের বাথরুমে শিক্ষিকাকে আটকে রাখল ওই স্কুলের এক ছাত্র। দরজা খোলার আবেদন করলে তার সঙ্গে যৌনতা করতে হবে বলে জানায় সে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাথরুমে যান বছর ৪৫-এর ওই শিক্ষিকা। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছে। এরপরই দরজা খোলার আবেদন জানান তিনি। তখন ওই ছাত্র জানায় যে, তার সঙ্গে যৌনতা করলেই দরজা খুলে দেয়া হবে। পরে কোনো উপায় না দেখে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলে সেখান থেকে পালিয়ে যায় ওই ছাত্র।
বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ওই ছাত্রকে দৌড়ে যেতে দেখলেও তাকে চিহ্নিত করতে পারেননি শিক্ষিকা। স্কুল কর্তৃপক্ষের পক্ষ ওই ছাত্রের বিরুদ্ধে স্থানীয় বিবেক বিহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।