শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ২৩ জানুয়ারি সহকারি গ্রন্থাগারিক সমিতির ভোলা জেলার আলোচনা সভা
২৩ জানুয়ারি সহকারি গ্রন্থাগারিক সমিতির ভোলা জেলার আলোচনা সভা
লালমোহন বিডিনিউজ , ভোলা প্রতিনিধি : সহকারি গ্রন্থাগারিকদের মর্যাদা সম্পর্কিত সাম্প্রতিক জারি করা গেজেটের বিষয়ে আলোচনার জন্য ভোলা জেলার সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহকারী গ্রন্থাগারিকদের এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। ২৩শে জানুয়ারি বিকেলে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল), ভোলা সদরে অনুষ্ঠিত হবে।
সভায় সকল সহকারী গ্রন্থাগারিকদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সহকারী গ্রন্থাগারিক সমিতির সদস্য ও বাংলাদেশ সহাকারী গ্রন্থাগারিক সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি মাকসুদুর রহমান (মাসুদ)।
মাকসুদ জানান, সরকারি গেজেটে প্রকাশিত (সহকারী গ্রন্থাগারিকরা শিক্ষক নন) তথ্যের আলোকে সহকারী গ্রন্থাগারিকদের শিক্ষক মর্যাদায় পদায়ন করার বিষয়ে পরবর্তী কর্মসূচী সম্পর্কে আলোচনা হবে। এছাড়াও ভোলা জেলা সহকারী গ্রন্থাগারিকদের উপজেলা/জেলা কমিটি গঠন সম্পর্কে আলোচনা হবে।