মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » মিথ্যা ও বিকৃত ইতিহাসে উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়েছে -এমপি শাওন
মিথ্যা ও বিকৃত ইতিহাসে উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়েছে -এমপি শাওন
লালমোহন বিডিনিউজ,তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ তজুমদ্দিন ও লালমোহন আসনের সংসদ সদস্য আলহাজ্জ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা হত্যা ও ক্যু’র মাধ্যমে ২১ বছর আ’লীগকে ক্ষমতার বাহিরে রেখে বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করেছে। অবৈধ ভাবে ক্ষমতা দখল করে মিথ্যা ও বিকৃত ইতিহাস তৈরী মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করেছে। জামাত-বিএনপি জোট ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে বিফল হয়েছে। তারা দেশকে তলা বিহিন ঝুড়িতে পরিনত করে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা ফিরে এসেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নে এগিয়ে চলছে বাংলাদেশ। দেশ পরিচালনায় আগামী প্রজন্মের নেতৃত্ব সৃষ্টি করতে কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে ডিজিটাল সমাজ গড়ে তুলতে হবে। মঙ্গলবার তজুমদ্দিনে ৫ দিন ব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চত্তরে নির্বাহি কর্মকর্তা জালালউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ অহিদউল্যাহ জসিম। আরো বক্তব্য রাখেন চাদপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্জ ফখরুল আলম জাহাঙ্গীর, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক আলহাজ্জ ফজলুল হক দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন মাষ্টার, উপজেলা ওলামালীগ সভাপতি অধ্যক্ষ মাওঃ কামাল মাহমুদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতেমা বেগম , চাচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান প্রমুখ।