মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উন্নয়ন মেলা- ২০১৭ উদযাপন
লালমোহনে উন্নয়ন মেলা- ২০১৭ উদযাপন
লালমোহন বিডিনিউজ : লালমোহনে উন্নয়ন মেলা ২০১৭ উদযাপন করা হয়েছে ।
সোমবার বিকাল ৪ ঘটিকায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী শাহবাজপুর কলেজ মাঠে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয় ।
মেলাটির উদ্বোধন করেন, ভোলা ৩ লালমোহন তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন তার বক্তব্যে তার নিজ এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে লালমোহন ও তজুমদ্দিনের সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন । সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসূল আরিফ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম, উপজেলা আ”লীগ ভারপ্রাপ্ত সম্পাদক দিদারুল ইসলাম অরুন সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আ”লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ।
মেলায় দেশীয় ঐতিহ্যবাহী শীতের পিঠাসহ উন্নয়ন মুলক আয়োজন নিয়ে প্রায় শতাধীক স্টলে সাজানো হয়েছে।