শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনের মেঘনায় অবৈধ জাল উচ্ছেদ অভিযান
তজুমদ্দিনের মেঘনায় অবৈধ জাল উচ্ছেদ অভিযান
লালমোহন বিডিনিউজ ,তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে মেঘনার বিভিন্ন এলাকা হতে অবৈধ বিন্দি ও কারেন্ট জাল আটক করেছে। আটককৃত প্রায় ১০ হাজার মিটার জাল শশীগঞ্জ মাছ ঘাট এলাকায় প্রকাশ্যে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, ১ জানুয়ারী থেকে সারা দেশে মৎস্য সম্পদ রক্ষা করার উদ্দেশ্যে অবৈধ জাল উচ্ছেদের বিশেষ অভিযান চলছে। বুধবার মেঘনার তজুমদ্দিনের বাসনভাঙ্গা, সোনারচর, লতারচর ও পাতারচর এলাকায় পুলিশ উপ সহকারী পরিদর্শক মোঃ মাসুমবিল্লাহ ও মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মনিরউদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচলনা করা হয়। এসময় ২টি বিন্দি ও কারেন্টজাল সহ প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। পরে বিকালে শশীগঞ্জ মাছ ঘাটে জনসম্মুখে প্রকাশ্যে জালগুলো পুড়িয়ে দেয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন জানান, মৎস্য সম্পদ রক্ষায় সকলে সহযোগিতার উদ্দেশ্যে এগিয়ে আসতে হবে। অবৈধ জাল উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।