শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে মাধ্যমিক শিক্ষকদের মানব বন্ধব ও স্মরকলিপি প্রদান।
বোরহানউদ্দিনে মাধ্যমিক শিক্ষকদের মানব বন্ধব ও স্মরকলিপি প্রদান।
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি :বোরহানউদ্দিন উপজেলায় মাধ্যমিক শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয় করন ও সরকারী বিধি মেতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিও ভুক্তিসহ শিক্ষক ও কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়নে মানব বন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা গেইট থেকে রেলি করে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে গিয়ে রেলিটি থামে। সেখানে নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির কাছে শিক্ষকরা তাদের স্মারকলিপি প্রদান করেন। সেখানে শিক্ষকরা ৩ দফাদাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ১. শিক্ষা ব্যবস্থা জাতীয় করন। ২. সরকারী বিধিমোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা। ৩. সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরও ৫% বার্ষিক প্রবৃদ্ধি, উৎসব ভাতা, মেডিক্যাল ভাতা, বৈশাখি উৎসব ভাতা,পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদান ও টাইম স্কেল প্রাপ্তির পর বি. এড. ডিগ্রী গ্রহনকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদান করা। মানব বন্ধনে বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষাকদের সভাপতি, মোঃ বশির আহাম্মেদ বলেন, আমাদের পাশের দেশ ভারত সহ ভিয়েতনামের মত দেশে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ন সরকারী। সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থ্য এখনো সরকারী করা হয়নি। আমাদের উন্নায়নের জন্য শিক্ষা ব্যাবস্থাকে জাতিয় করন করা উচিত। শিক্ষক সমিতির সাধারন সম্পদক বশির উল্লাহ বলেন, সরকারের নানাবিধ উণœয়ন প্রশংসার দাবী রাখে, তবে আমাদের এই ন্যায্য দাবীও সরকারের মানতে হবে। বি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবদুল হান্নান বলেন, মধ্যম আয়ের দেশ করতে হলে শিক্ষকদের জাতীয় করন করতে হবে। এটা আমাদের প্রানের দাবী। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন ভিবিন্ন ম্যধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্য অন্য শিক্ষকরা।