তজুমদ্দিনে ‘বই উৎসব’
লালমোহন বিডিনিউজ ,মোঃ ফারুক, তজুমদ্দিন : সারাদেশের মতো ভোলার তজুমদ্দিনেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই বিতরন করা হয়েছে। বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে উপজেলার প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছাস। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সাফল্যের পাশাপাশি নতুন বইয়ের গন্ধে বিদ্যালয় প্রাঙ্গনেই খুঁশিতে আত্মহারা কোমলমতি শিক্ষার্থীরা। এনিয়ে শিক্ষক অভিভাবকদের মাঝেও উৎসাহের কমতি ছিল না। গতকাল ১ জানুয়ারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে বই বিতরন করে উৎসবের সূচনা করা হয়।
উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২৭০ টি প্রতিষ্ঠানের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯০ হাজার বই বিতরন করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের ১৫ টি বিদ্যালয়ের ৫ হাজার ২৬২ শিক্ষার্থীর মাঝে ৮৫ হাজার ২৫০টি বই এবং ১৫ টি মাদ্রাসার ৩ হাজার ৭৮৭ শিক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৪’শ বই বিতরন করা হয়েছে। এছাড়াও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৩২ হাজার ৪’শ বই বিতরন করা হয়। শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর মাধ্যমিক বিদ্যালয়, চাদপুর সিঃ মাদ্রাসা, গোলকপুর আলিম মাদ্রাসা, চাচড়া ইসঃ দাখিল মাদ্রাসা, খাশেরহাট আলিম মাদ্রাসা, চাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাপড়ী আলিম মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদ উল্যাহ জসিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরন করেন উপজেলা নির্বাহি অফিসার জালালউদ্দিন, উপজেলা আ’লীগ সম্পাদক আলহাজ্জ ফজলুল হক দেওয়ান, সাবেক সভাপতি আলহাজ্জ আবুল কাশেম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কামাল মাহমুদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন প্রমূখ।