রবিবার, ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ভাই কুপিয়েছে ভাই ও ভাতিজাকে
বোরহানউদ্দিনে ভাই কুপিয়েছে ভাই ও ভাতিজাকে
লালমোহন বিডিনিউজ ,বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইউনুস ও তার ছেলে ইসমাইলকে কুপিয়ে জখম করেছে তার আপন ভাইরা। ঘটনা স্থলে গিয়ে জানা যায় শনিবার ৩০-১২-২০১৬ ইং তারিখ বিকেলে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাদের পরিবার ও এলাকা বাসির কাছ থেকে জানা যায় জমি জমা সংক্রান্ত বিষয়ে পূর্ব পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটে। আহত ইউনুস এর মেয়ে ইয়াছমিন বলেন, মজিবল, শহিজল, আজিজল, ইসমাইলকে দা দিয়ে কুপিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে। জোসনা বলেন, তাকে মেরে ফেলার জন্য তার উপর বার বার হামলা করা হয়। এর আগে মজিবল ইউনুসকে ঘুশি মেরে দাঁত ফেলে দিয়েছে। এখন তাকে মেরে ফেলার জন্য পায়তারা করছে। ঘটনার সময় উপস্থিত ইসমাইলের মেয়ে মিনহাজ বেগম বলেন, আমার চাচা মজিবল হক দা দিয়ে কুপিয়ে আমার ভাই ও বাবাকে গুরতর জখম করে। ইসমাইলের শাশুরী মাছুমা বেগম জানান, বোনের বিবাহ উপলক্ষে ইসমাইল ৫০ হাজার টাকা ও তার সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে বাড়ি আসলে হামলা কারিরা হামলা করে এবং নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ইউনুস ও মজিবলের বোন রেনু বেগম বলেন, ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন হামলা কারিরা ছিনিয়ে নেয় এবং এলোপাথারি দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ইউনুছ বলেন, মজিবল হক পিতাঃ আনোয়ার আলি, শফিজল হক পিতাঃ আনোয়ার আলি, আজিজুল হক পিতাঃ আনোয়ার আলি, সুমন পিতাঃ মজিবল হক, জাকির পিতাঃ আজিজল হক। এরা সহ আরও চার পাঁচ জন আমার ও আমার ছেলে ইসমাইলের উপর দাড়ালো অস্ত্র দ্বারা এলোপাথারি আঘাত করে। আমার ছেলে ইসমাইলের অবস্থা আসঙ্কা জনক বলে বোরহানউদ্দিন হাসপাতালের ডাক্তারেরা না রাখলে তাকে দ্রুত চিকিৎসার জন্য বরিশাল সাগরদি মেডিকেলে পাঠানো হয়। শুনেছি সেখানের ডাক্তার তাকে ঢাকা পাঠিয়েছে। এ ব্যপারে এলাকার স্থানীয় লোকজনের কাছে মজিবল হক, শফিজল হক, আজিজুল হক সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসি কোন তথ্য দিতে রাজি হয়নি।