সোমবার, ১১ মে ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এমপি শাওনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
লালমোহনে এমপি শাওনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
এনামূল হক রিংকু : ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের আশু সুস্থতা কামনা করে কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের দ্যোগে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ আসর ফরাজী বাজার হোসনে আরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের বাবা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী, মা হোসনে আরা চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিক মেম্বারের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন, কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দিদারুল ইসলাম অরুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফা মিয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাকির বিশ্বাস, কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি বারেক মাতাব্বর, সাধারণ সম্পাদক শাহজাহান, যুব লীগের সভাপতি নিরব মিয়া, সাধারন সম্পাদক হাসান প্রমুখ।