বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরার ইকোফিশ প্রকল্পের জাটকা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা
মনপুরার ইকোফিশ প্রকল্পের জাটকা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : মনপুরায় কোষ্ট ট্রাস্টের অধীনে পরিচালিত ইকোফিশ প্রকল্পের আয়োজনে জাটকা ইলিশ সংরক্ষনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজারে ও বিকেল ৩ টায় হাজীর হাট মাছ ঘাটে পৃথক পৃথক সভার আয়োজন করা হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ এর সহায়তায় কোষ্ট ট্রাস্টের অধীনে এই সভার বাস্তবায়ন করা হয়।
এছাড়া সন্ধ্যা ৭ টায় ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক চৌমহনি বাজারে জাটকা ইলিশ সংরক্ষণে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
ইকোফিশ প্রকল্পের কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হাজীর হাট ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা মৎস্য অফিস প্রতিনিধি মোঃ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের ম্যানেজার-টিএস মোঃ সমিরুজ্জামান।
এসময় বক্তারা তাদের বক্তব্যে ইলিশ রক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন। সেই সাথে ঝাটকা রক্ষায় ঘাট কমিটিকে তাদের দায়িত্ব সর্ম্পকে অবহিত করেন। পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামে সে লক্ষ্যে ঘাট ভিত্তক ইলিশ সংরক্ষণ দল (এইচ জি জি) কার্যকরি ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজির হাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউসুফ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মৎস্য ব্যাবসায়ি মোঃ বাবুল মাতাব্বার, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মোঃ কবির হোসেন, মৎস্য ব্যাবসায়ি মোঃ সাখোয়াত, মনির, খোকন,দুলাল, তরিকুল ইসলাম, আবদুর রহিমসহ মৎস্যজীবী, মৎস্য আড়ৎদার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।