রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ৩ দিনব্যাপি আঞ্চলিক এজতেমা শুরু হবে ৫ জানুয়ারী
ভোলায় ৩ দিনব্যাপি আঞ্চলিক এজতেমা শুরু হবে ৫ জানুয়ারী
লালমোহন বিডিনিউজ ,কামরুজ্জমান শাহীন,ভোলা: প্রতিবছর টংঙ্গীতে বিশ্বের মুসলমানের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার আদলে এবারই ভোলায় আঞ্চলিক ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় বড় সমাবেশ। আগামী ৫,৬ ও ৭ জানুয়ারী এই ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে মাঠ নির্বাচনের কাজও সমাপ্ত হয়েছে। ২ লক্ষাধিক মুসল্লির আগমন ও ৩ দিন থাকার জন্য ভোলার ঘুইংগার হাটের দক্ষিণে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পূর্ব পাশের ময়দানকে নির্বাচন করা হয়েছে।
ভোলা জেলা মাকরাজ, কাবিল মসজিদ সুত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের প্রথম থেকেই মাঠের সামিয়ানা, অস্থায়ী অজু গোসলের ব্যবস্থাসহ যাবতীয় কাজকর্ম শুরু হয়েছে। ইতিমধ্যে তাবলীগ জামাতের লোকজন বিভিন্ন জামায়াতে বিভক্ত হয়ে পুরো জেলায় দাওয়াতের কাজ শুরু করে দিয়েছে। জেলার লোকজন ছাড়াও দেশ-বিদেশের মেহমানরা আসবেন বলে জানা গেছে। তাবলীগ জামাতের দেশী-বিদেশী শীর্ষ মুরুব্বীরা ৩দিন উপস্থিত থেকে বয়ান করবেন।
সূত্র জানায়, ২০১২ সাল পর্যন্ত দেশের ৬৪ জেলার লোকজন টংগিতে বিশ^ ইজতেমায় একত্রিত হত। লোকের চাপ কমাতে মুরুব্বীরা বিশ^ এজতেমাকে ২ ভাগে ভাগ করে। ২০১৩ ও ২০১৪ সালে ২ ভাগে ইজতেমা অনুষ্ঠিত হয়। এতেও লোকসমাগম বেশি হওয়াতে শীর্ষ মুরুব্বীরা সিদ্ধান্ত নেয় প্রতিবছর নির্ধারিত ৩২ জেলা ২ ভাগে ভাগ হয়ে টংগিতে জড়ো হবে। ওই বছর বাদ পরা জেলাগুলো কাকরাইল মসজিদের মুরুব্বীদের ফায়সালা অনুযায়ী নিজ জেলা ইজতেমা করবে। ভোলা জেলার সাথীরা গতবার টংগীতে গিয়েছিল। এবার তারা নিজ জেলায় আঞ্চলিক ভাবে ইজতেমা করবে।