রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা কে নিরক্ষরমুক্ত ডিজিটাল পৌরসভা ঘোষনা করা হবে – মোহনা স্বাক্ষরতা অভিযান উদ্বোধনকালে এমপি শাওন।
লালমোহন পৌরসভা কে নিরক্ষরমুক্ত ডিজিটাল পৌরসভা ঘোষনা করা হবে – মোহনা স্বাক্ষরতা অভিযান উদ্বোধনকালে এমপি শাওন।
লালমোহন বিডিনিউজ : “আর দিবনা টিপ সই, শিখবো মোরা নাম সই ” এই শ্লোগান কে সামনে রেখে লালমোহন মোহনা মানবাধিকার ফাউন্ডেশন এর আয়োজনে মোহনা স্বাক্ষরতা অভিযান-২০১৬ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় লালমোহন বাদশা মিয়া একাডেমী হল রুম এ মোহনা স্বাক্ষরতা অভিযান ২০১৬ উদ্বোধন করেন, ভোলা-৩ লালমোহন তজুমদ্দিনের সংসদ সদস্য ও স্বাক্ষরতা অভিযান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
মোহনা মানবাধিকার ফাউন্ডেশন লালমোহন উপজেলা শাখার চেয়ারম্যান মোঃ মোজম্মেল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, অচিরেই লালমোহন তজুম্িদ্দন কে নিরক্ষর মুক্ত ও লালমোহন পৌরসভা কে নিরক্ষর মুক্ত ডিজিটাল পৌরস্ভা ঘোষনা করবো ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার ,লালমোহ থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির , উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন,মোসারফ হোসেন সোহেল , পৌর আওয়ামীলীগের সম্পাদক বাদল পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক আ ন ম শাহজামাল দুলাল,উপজেলা যুবলীগ সভপতি ইমাম হোসেন, সম্পাদক আবুল হাছান রিমন, সাংগঠনিক সম্পাদক সোহাগ পঞ্চায়েত, পৌর যুবলীগ সভাপতি মেহের,শ্রমীকলীগ সভাপতি জাকির পঞ্চায়েত ,পৌর কাউন্সিলর মো: হেলাল,মো: জুলফিকার,সাইফুল কবির সহ বাদশা মিয়া একাডেমীর শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ।