শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
বোরহানউদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
লালমোহন বিডিনিউজ : বোরহানউদ্দিন প্রতিনিধি এইচ, এম, এরশাদ: ভোলা জেলার, মেঘনা নদীতে তজুমুদ্দিন কোষ্ট গার্ডের অভিযানে বোরহানউদ্দিন উপজেলার আলিমুদ্দিন, ও সাত বাড়িয়া মাছ ঘাট এলাকা থেকে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। ১৭/১২/২০১৬ ইং রোজ শনিবার সকাল থেকে দিন ভর তজুমুদ্দিন কোষ্টগার্ডের কন্টিন জেন্ট কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ও সংগীয় ফোর্স মোঃ লিটন, মোঃ আলীম, মোঃ মাইদুল, এ অভিযান চালায়। কোষ্ট গার্ডের এ অভিযান সফল হওয়ায় বাংলাদেশ ক্ষুদ্র জেলে সমিতির বোরহানউদ্দিন শাখার প্রতিনিধিরা বাংলাদেশ কোষ্টগার্ড কে স্বাগত জানিয়ে বলেন, ঝাটকা ইলিশ রক্ষায় কোষ্ট গার্ডের ভুমিকা অতুলনীয়, তবে কোষ্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মনে করেন তারা । ভোলা অপারেশন অফিসার লেফটেন্ট কমান্ডার দেবায়ন চর্ক্রবতী জানান, অবৈধ কারেন্ট জাল ও ঝাটকা ইলিশ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। উদ্ধার কৃত অবৈধ কারেন্ট জাল তজুমুদ্দিন সি ট্রাক ঘাটে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনদিয়ে পোরানো হয়।