শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » মানবতা বিরোধী অপরাধের বিচার করে শেখ হাসিনা দেশকে কলঙ্কমুক্ত করেছেনঃ-পরিবেশ ও বন উপ-মন্ত্রী
মানবতা বিরোধী অপরাধের বিচার করে শেখ হাসিনা দেশকে কলঙ্কমুক্ত করেছেনঃ-পরিবেশ ও বন উপ-মন্ত্রী
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাসনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন। মানবতা বিরোধী অপরাধের রায় কার্যকরের পর এই প্রথম বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উন্নয়ন ও সন্ত্রাস দমন করে বাংলাদেশ সাহসী ও বীরের জাতী হিসেবে শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল।
শুক্রবার চরফ্যাশনে ফ্যাশন স্কয়ারে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ কথা বলেন। এর পর বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আ’লীগ আয়োজনে ব্রজগোপাল টাউন হলে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের আলোচনা শেষে ৫ মেঘাওয়াট জাতীয় গ্রীড সংযোগ লাইনের শুভ উদ্ভোধন করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও চরফ্যাসন পৌর সভার মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ।