
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » চাকুরি স্থায়ী করনের দাবীত ভোলায় মহা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন প্রায় ২ সপ্তাহ ধরে চলছে কর্মবিরতি
চাকুরি স্থায়ী করনের দাবীত ভোলায় মহা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন প্রায় ২ সপ্তাহ ধরে চলছে কর্মবিরতি
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : চাকুরি স্থায়ী করনের দাবীতে রেজিষ্টার অফিসের নকল নবিসরা ভোলায় মহা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সাব রেজিষ্ট্রার অফিস চত্বরে ভোলা জেলার অর্ধশতাধিক নকল নবিস নারী পুরুষ এ কর্মসূচী পালন করেছে।
জেলা নকল নবিস এসোসিয়েশনের সভাপতি মো: এনায়েত উল্লাহর সভাপতিত্বে জেলা মহা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক লীগের সাধ্রান সম্পাদক পৌর কাউন্সিলর মো: শাহে আলম । এ সময় বক্তাব্য রাখেন, পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, নকল নবিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবদুল কাদের হাওলাদার, সহ সভাপতি শাহিদা আক্তার,সাধারন সম্পাদক বজলুর রহমান, ভোলা সদর উপজেলা নকল নবিস এসোসিয়েশনের সভাপতি আবদুস সাত্তার, দলিল লিখক সমতির সভাপতি লুৎফুর রহমান, সাধারন সম্পাদক মোকলেসুর রহমান প্রমুখ।
১৯৭৩ সনের জাতীর জনক বঙ্গবন্ধুর ঘোষনা বাস্তবায়ন ও ১৯৮৪ সনের দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার সমর্থন বাস্তবায়ন দাবীসহ নকল নবিসদের চাকুরি দ্রুক স্থায়ী করার দাবী জানান। এ ছাড়া গত ৪ ডিসেম্বর থেকে ভোলার ৯টি রেজিষ্টার অফিসের নকল নবিসরা তাদের দাবী বাস্তবায়নের লক্ষে কর্মবিরতি পালন করে আসছে।