মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে অবৈধ কারেন্ট জালে ঝাটকা ইলিশ নিধন
বোরহানউদ্দিনে অবৈধ কারেন্ট জালে ঝাটকা ইলিশ নিধন
লালমোহন বিডিনিউজ, এইচ এম এরশাদ বোরহানউদ্দিন : বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জালে ঝাটকা ইলিশ নিধন হচ্ছে প্রতিনিয়ত। ১৩/১১/২০১৬ইং রোজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের মেঘনা নদীর সংলগ্ন আলিমুদ্দিন মাছঘাটে ঝাটকা ইলিশ বিক্রি সহ প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জাল বের জাল চরঘেরা জাল বিহিন্দি জাল দিয়ে ঝাটকা ইলিশ নিধন হচ্ছে। অবৈধ ব্যবসার সাথে জরিত রয়েছেন আলিমুদ্দিন মাছঘাট এলাকার প্রায় ৪০ জন ঘাট দালাল। এই দালাদের মাধ্যমেই মৎসজীবি জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে অবাধে নিধন করছে বাচ্ছা ইলিশ সহ ঝাটকা ইলিশ। এই অঞ্চলের সাধারন মানুষ এই দালালদের বিরদ্ধে পদক্ষেপ নিলেও কতিপয় অসাধু জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে র্নিবিচারে ঝাটকা ইলিশ ধরছে এবং প্রকাশ্যে বিক্রি করছে। অবৈধ এই ব্যাবসার সাথে অসাধু কতিপয় দালালদের কারণে ঝটকা ধরা বন্ধ করতে পারছেন না বলে স্থানীয় সাধারন মানুষ জানায়। এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুছ জানান, আলিমুদ্দিন মাছ ঘাটে অবৈধ কারেন্ট জাল ও জাটকা ইলিশ নিধনের বিরুদ্ধে দ্রুত অভিযান চালাব। ভোলা কোষ্টগাট অপারেশন অফিসার লেফটেন্ট দেবায়ন চক্রবর্তী বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা শিঘ্রই আলিমুদ্দিন মাছ ঘাটে অভিযান চালাব।