বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে প্রেমিকের হাত ধরে প্রেমিকা উদাও, প্রেমিকের পিতা ও বোন সহ গ্রেফতার -৪
চরফ্যাসনে প্রেমিকের হাত ধরে প্রেমিকা উদাও, প্রেমিকের পিতা ও বোন সহ গ্রেফতার -৪
লালমোহ বিডিনিউজ ,নিজস্ব প্রতিনিধি :ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ চরতোফাজ্জল গ্রামের প্রেমিকের হাত ধরে প্রেমিকা উদাও। এঘটনায় প্রেমিকার পিতা বাদী হয়ে নারী ও শিশু অপহরণের নাটক সাজিয়ে মামলা দায়ের করেছে।এ মামলায় প্রেমিকের পিতাকে আটক করেছে চরফ্যাসন থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার নুরাবাদ চরতোফাজ্জল গ্রামের মাওঃ অলিউল্যাহ’র ছেলে তানভীর জনৈক ব্যক্তির কন্যাকে অপরহণ করার অভিযোগে। সাত্তার ওই দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় নারী ও শিশু অপহরণ মামলা দায়ের করলে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক(এসআই) গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে চরফ্যাশন,দুলার হাট যুবলীগ ছাত্রলীগ ছেলেরা মাওঃ অলিউল্যাহ’র বাড়িসহ এলাকার সকল বাড়ীতে তল্লাশীর নামে তান্ডব চালিয়ে প্রেমিক তানভীরের পিতা মাওঃ অলিউল্যাহকে আটক করে।
তাকে বুধবার সকালে আদালতের প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দ দাসের মোবাইলে ফোন দিলে সে রিসিব না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক জানান, নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল গ্রামের জনৈক ব্যক্তির কন্যাকে অপরহণ করার অভিযোগ বুধবার ১৩জনের নাম উল্লেখ ও আরো ৮/৯জন অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি আপহরন মামলা দায়ের করা হয়েছে।অপহরণকারীর পিতাকে বুধবার গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ইলিশা এলাকায় ছেলের এক আত্মীয়ের বাসা থেকে ছেলে এবং ছেলে এক বন্ধুসহ মেয়ের উদ্ধার করে মেয়ের পরিবারের সদস্যরা।পরে তাদেরকে চরফ্যাসনে নিয়ে আসে। ছেলে প্রেমিক তানভীরকে চরফ্যাশন থানায় শোপর্দ করেন।
বৃহস্পতিবার(৮ডিসেম্বর) সকালে ছেলেকে ও তার সাথে থাকা তার এক বন্দুকে চরফ্যাশন আদালতের প্রেরণ করা হয়েছে।