রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে বিদ্যূৎ স্পৃষ্টে এক শ্রমিক নিহত
চরফ্যাসনে বিদ্যূৎ স্পৃষ্টে এক শ্রমিক নিহত
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাসন প্রতিনিধি :চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেলিম উদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে।রবিবার(৪ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ দূঘটনা ঘটে। নিহত সেলিম চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ১ নংওয়ার্ডের কুলসুমবাগ গ্রামের বাসিন্দা মোঃ সফিজল মাঝির ছলে।
স্থানীয়রা জানান, নিহত সেলিম চরফ্যাসন কলেজ রোডে উপজেলা আ’লীগ অফিসের দোতালায় রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্মবরত ডাক্তার সেলিমকে মৃত্যু ঘোষনা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।