শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় দেড়’শ হিন্দু পরিবারের সাড়ে ১৭ শ একর জমি দখলের অভিযোগ তদন্তে-টিম প্রেরন
মনপুরায় দেড়’শ হিন্দু পরিবারের সাড়ে ১৭ শ একর জমি দখলের অভিযোগ তদন্তে-টিম প্রেরন
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা:ভোলার মনপুরায় হিন্দু সম্প্রদায়ের ১৫০ পরিবারের কলাতলীর চর মৌজা ও মাঝ গ্রাম মৌজার প্রায় সাড়ে ১৭শ একর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এই সমস্ত হিন্দু পরিবারের পক্ষে ভবেশ মজুমদার জেলা প্রশাসকের কাছে ৪ নভেম্বর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে ২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের নের্তৃত্বে একটি টিম মনপুরার কলতলীর চর ও মাঝ গ্রাম পরিদর্শন করেন।
জবর দখল হয়ে যাওয়া হিন্দু পরিবারের পক্ষে ভবেশ মজুমদার জানান, বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের নের্তৃত্বে ১১৭ জন জবর দখলকারী কলাতলীর চর ও মাঝ গ্রামের প্রায় সাড়ে ১৭ শ একর রেকর্ডীয় জমি দখল করেছেন। হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো চেয়ারম্যানের ভয়ে কলাতলীর চর ও মাঝ গ্রামে যেতে পারছেননা।
এদিকে আলাউদ্দিন চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে জানান, হিন্দু সম্প্রদায়ের কোন জমি আমি দখল করিনি। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মনপুরা ইউনিয়নের কলতালী চর মৌজার (জেল নং-৫৭) প্রায় ২ হাজার ৫ শত একর জমি ও মাঝ গ্রাম মৌজার (জেল নং-৫৬) প্রায় ৫ শত একর জমি সাড়ে ৪ শত হিন্দু পরিবারের রেকর্ডীয় সম্পত্তি। এর মধ্যে ৩ শত হিন্দু পরিবার প্রায় সাড়ে ১২ শত একর জমি ভোগ দখলে আছে। তবে দেড়শতাধিক হিন্দু পরিবারের প্রায় সাড়ে ১৭শ একর জমি চেয়ারম্যান আলাউদ্দিনের নের্তৃত্বে ১১৭ জন জবর দখল করে আছেন। এই সমস্ত হিন্দু পরিবারের লোকজন চেয়ারম্যানের ভয়ে কলাতলীর চর ও মাঝ গ্রামে যেতে পারছেনা।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান জানান, হিন্দু সম্প্রদায়ের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে সরেজমিনে কলাতলী চর , আন্দিরপাড় মৌজা ও মাঝ গ্রাম পরিদর্শন করা হয়েছে।