বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » শশুর বাড়ী বেড়াতে এনে বন্ধুকে গলা কেটে হত্যার চেষ্টা
শশুর বাড়ী বেড়াতে এনে বন্ধুকে গলা কেটে হত্যার চেষ্টা
লালমোহন বিডিনিউজ, মোঃ ফারুক তজুমদ্দিন :ভোলা থেকে তজুমদ্দিনে শশুর বাড়ীতে বেড়ানোর কথা বলে এনে রাতে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বন্ধুকে । পরে স্থানীয়রা সকালে রক্তাক্ত জখম অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখে সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন।
এলাকাবাসি ও আহত সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে উপজেলার চাদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সফিউল্যাহ চৌকিদারের জামাতা ভোলা ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ রাজিব ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে মোঃ রিপন (৩০) কে শশুর বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে করে তজুমদ্দিন নিয়ে আসেন ।
রাত ১০টার দিকে কেয়ামুল্যা রেডক্রিসেন্ট সঃ প্রাঃ বিদ্যালয়ের কাছে রাস্তায় রাজিব ছুরি দিয়ে রিপনের গলাকেটে ও মাথায় এলোপাতারি কুপিয়ে মৃত ভেবে পাশের খালে ফেলে দিয়ে চলে যায়। সকালে স্থানীরা রিপনকে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় পরে থাকতে দেখে।
সংবাদ পেয়ে পুলিশ আহতকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করলে পরে তাকে ভোলা সদরে স্থানান্তর করা হয়।
ডাঃ সৈয়দ ইফতেখার আহমেদ জানান, আহত রিপনের মাথা ও গলায় মারাত্মক জখম রয়েছে। রোগী এখোনে আশংকা মুক্ত নয়। রিপনের চাচা সোহেল আহমেদ জানান, বন্ধুত্বের সম্পর্ক তৈরী করে পরিকল্পিত ভাবে রিপনকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। দুই বছর আগে রাজিবের ছোট ভাই রানার সাথে আহত রিপনের ছোট ভাই শিপনের মারামারির ঘটনার প্রতিশোধ বা অন্যকারো ইঙ্গিতে এই ঘটনা হতে পারে। আড়ালিয়া গ্রামের শামছুদ্দিন জানান, রাজিব নিজেও নেশা করে এবং মাদক জাতিয় দ্রব্য ভোলা থেকে এনে শশুর বাড়ি এলাকার পরিবেশ নষ্ট করছে। ঘটনাস্থলের পাশের বাড়ীর আবুল কালাম জানান, মৃত ভেবেই পাশের খালে ফেলে দেয়া হয়েছে, হামলাকারী চিহ্নিত না হলে এই এলাকার নিরিহ মানুষকে হয়রানি করা হতো।
তজুমদ্দিন থানার ওসি একেএম শাহিন মন্ডল জানান, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাদীপক্ষ লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে।