মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে বরসহ দুইজনের অর্থদন্ড
তজুমদ্দিনে বরসহ দুইজনের অর্থদন্ড
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : বাল্য বিবাহের অভিযোগে বিয়ের অনুষ্ঠান থেকে বর ও কনের অভিবাবককে আটক করে বিবাহ বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজেষ্ট্রেট ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ১ হাজার টাকা করে অর্থদন্ডের রায় প্রদান করা হয়েছে। ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সুত্রমতে জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের ফখরুল ইসলামের কন্যা চাঁদপুর মহিলা মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রীর সাথে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ গ্রামের মোঃ আলমঙ্গীরের ছেলে মোঃ আজাদের বিয়ে ঠিক। গতকাল শশীগঞ্জ গ্রামের কনের বাড়ীতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন চলছিল। বাল্য বিবাহের গোপন সংবাদ পেয়ে বিয়ে অনুষ্ঠানে সরাসরি হাজির হন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন, ওসি (তদন্ত) ফারুক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, এএসআই মাসুম, এএসআই আনোয়ার।
এসময় কনে ছাত্রী ও নাবালিকা প্রমাণ হওয়ায় বিয়ে বন্ধ করে দিয়ে অভিবাবক নজরুল ইসলাম ও বর মোঃ আজাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করে উভয়কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।